[caption id="attachment_64018" align="aligncenter" width="720"]
টি-১০ ক্রিকেট টূর্নামেন্টে চ্যাম্পিয়ন গড়দুয়ারা আলোকন সংঘ[/caption]
চট্টগ্রাম (হাটহাজারী) : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নগরীর জমিয়তুল ফালাহ মাঠে অনুষ্ঠিত T-10 ক্রিকেট টূর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হাটহাজারী উপজেলার গড়দুয়ারা আলোকন সংঘ।
শনিবার (৭নভেম্বর) অনুষ্ঠিত ফাইনাল খেলায় ১০ উইকেটে হাজি ওয়ারিদ একাদশকে হারিয়ে এ গৌরব অর্জন করেন।
আরো পড়ুন : বৈধ লাইসেন্সে ভেজাল ঘি উৎপাদনের অবৈধ কারবার হাটহাজারীতে
আরো পড়ুন : ঘুমধুম প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বহিস্কার
টূর্নামেন্টে মোট ৪০ টি দল অংশগ্রহণ করে। এ সাফল্যে দলের অধিনায়ক বিশিষ্ট ক্রিড়া সংগঠক মোহাম্মদ এরশাদ দলের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।
এছাড়া চট্টগ্রামের প্রায় টূর্নামেন্টে বিগত বছর গুলোতে অংশ নিয়ে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে গড়দুয়ারা আলোকন সংঘ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত