বিনামূল্যে তায়কোয়ান্ডো প্রশিক্ষণ দেবে আইটিএফ বাংলাদেশ

ছবি প্রতীকী

চট্টগ্রাম : সম্পূর্ণ বিনা পয়সায় ছোট ছেলে মেয়েদের তায়কোয়ান্ডো প্রশিক্ষণ দেবে আইটিএফ বাংলাদেশ। আগামী ১২ নভেম্বর থেকে ৩ মাসব্যাপী প্রশিক্ষণ দেয়া হবে সপ্তাহে (বৃহস্পতি ও শুক্রবার) ২ দিন বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত। নগরীর সিজেকেএস মার্কেটের ৫ম তলায় এ প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণ দেবেন আইটিএফ বাংলাদেশ সভাপতি ও প্রধান প্রশিক্ষক মো. আলি আকবর। তাকে সহযোগিতা করবেন মহিলা প্রশিক্ষক শারমিন আক্তার ও ঈশিতা।

আরো পড়ুন : দুর্নীতি মামলায় সাবেক সিটি মেয়র নাছির কারাগারে
আরো পড়ুন : গুগল-ফেসবুক-ইউটিউব থেকে রাজস্ব আদায়ে হাইকোর্টের নির্দেশ

আগ্রহীদের আগামী ১০ নভেম্বরের মধ্যে (০১৮১৯৮২২৩৯৫ অথবা ০১৬৭০৩৭০২৮২) মোবাইল নম্বরে যোগাযোগ করে নাম এন্ট্রি করার জন্য গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে আইটিএফ কর্তৃপক্ষ।

শেয়ার করুন