হাটহাজারীতে লেগুনা চালক হত্যা: প্রধান আসামি আটক

আটক মোঃ রাজু

চট্টগ্রাম : হাটহাজারীতে লেগুনা চালক মোঃ নাজমুল শেখ (২২) হত্যার প্রধান আসামি মোঃ রাজুকে(২১) আটক করেছে র‍্যাব-৭।

মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম সিএমপি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে সীতাকুন্ড উপজেলার রহমতনগর আব্দুল সুনিয়াদর বাড়ির মোঃ আনোয়ার হোসেনের পুত্র।

নিহত গোপালগঞ্জ জেলার মকছুদপুর বামনডাঙ্গা বড়বাড়ীর মজনু শেখের পুত্র। তারা দীর্ঘদিন ধরে পাহাড়তলী দক্ষিণ কাট্টলী রুপালী আবাসিক জাকির সাহেবের ভাড়া বাসায় বসবাস করেন।

জানা গেছে, নিহত নাজমুল গত শনিবার নগরীর সিএমপি এলাকা থেকে ভাড়ায় চালিত লেগুনা নিয়ে নিখোঁজ হয়।

পরে তার পিতা চট্টগ্রাম র‍্যাব-৭ এ লিখিত অভিযোগ দায়ের করলে র‍্যাব মাঠে নেমে রাজুকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে হাটহাজারী উপজেলার শিকারপুর বাথুয়া গ্রামের লালা চন্দ্রবিল থেকে মদুনাঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাব্বারুল ইসলামের সহযোগিতায় নাজমুলের লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বুধবার (১১ নভেম্বর) নিহতের পিতা বাদি হয়ে আটক রাজুসহ নজুমিয়াট এলাকার মোঃ ইমন(২২), মোঃ বল্লাল(২৩), রাজু(২৩) ও অজ্ঞাত একজনসহ পাঁচজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে।

সত্যতা স্বীকার করে ওসি মোঃ মাসুদ আলম জানান, আটককৃতকে আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।