[caption id="attachment_64218" align="aligncenter" width="720"]
কেক কেটে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হাটহাজারীতে[/caption]
চট্টগ্রাম (হাটহাজারী) : চিকনদন্ডী যুবলীগ নেতা মো. নুরুল ইসলাম খোকনের উদ্যোগে কেক কেটে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে চিকনদন্ডী আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগের উৎফুল্ল নেতাকর্মী।
আরো পড়ুন : ব্যস্ত সড়কের মাঝে ‘সেবা’র খুঁটি, যানজট ও জনদুর্ভোগ-ঝুঁকি
আরো পড়ুন : দায়িত্ব পালন না করলে ডোর টু ডোর শ্রমিকদের নিয়োগ বাতিল
বুধবার (১১ নভেম্বর) রাতে বড়দিঘিরপাড় এলাকায় এ উপলক্ষে কেক কাটার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. নুরুল ইসলাম খোকন। ছাত্রলীগ নেতা হাসান মুরাদের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা হাজী হেলাল। যুবলীগ নেতা জিয়া উদ্দিন, মো. জাহেদ, জিন্নাত আলী বাদশাহ, ইলিয়াছ ফারুক, ফয়সাল, জুনায়েদ মোহাম্মদ রাসেল, সৈয়দ বয়ান, ছাত্রলীগ নেতা ইমন শীল রবিন, জুয়েল, সাইফুল আজম, ওসমান, তাজ উদ্দিন, নয়ন, মো. নাদিম, জুয়েল, হানিফ, মো. আকিব প্রমূখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত