[caption id="attachment_64311" align="aligncenter" width="720"]
সৈয়্যদবাড়ী দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিল[/caption]
চট্টগ্রাম : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা সৈয়্যদবাড়ী দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষ্যে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সৈয়্যদ আযীম উদ্দীন আল আরবী আল-হাসানী ওয়াল হুসাইনী (রা.) মসজিদ কমপ্লেক্সে আয়োজিত মহাফিলে সৈয়্যদবাড়ী দরবার শরীফ কমপ্লেক্স কমিটির সভাপতি আলহাজ্ব সৈয়্যদ আবুল উল্লা সভাপতিত্ব করেন। মাহফিল উদ্বোধন করেন ইসলামী গবেষক সৈয়্যদ আবদুল হামীদ আল হাদী।
আরো পড়ুন : চট্টগ্রামের মনসুরাবাদে অস্ত্রাগার উদ্ধোধন করলেন আইজিপি
আরো পড়ুন : আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেলো বাংলাদেশি কিশোর সাদাত
প্রধান ওয়ায়েজিন ছিলেন পীরে তরিকত মাওলানা সৈয়্যদ মুহাম্মদ আইয়ুব নূরী ফরহাদাবাদী, বিশেষ ওয়ায়েজিন সৈয়্যদ আযীম উদ্দীন আল আরবী (রা.) শাহী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মনির উদ্দিন মারুফ, ধামাইরহাট হযরত কলিমুল্লাহ শাহ্ (রহ.) জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ লিয়াকত আলী ভাণ্ডারী, আল ক্বাব ইসলামী সাংস্কৃতি ফোরাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা মুহাম্মদ দিদার আলকাদেরী, তিন চৌদিয়া বদু মিয়া জামে মসজিদের খতিব মাওলানা মুসলেহ উদ্দিন জাবেদ, পোমরা-বেতাগী জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ মহিউদ্দন নেছারি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা পোমরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সৈয়্যদবাড়ী দরবার শরীফ কমপেক্সের সাধারণ সম্পাদক ডা. সৈয়্যদ মেজবাহ উদ্দিন শওকত, সৈয়্যদ আযীম উদ্দীন আল আরবী (রা.) শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ ইছহাক, মাওলানা সৈয়্যদ মুহাম্মদ সোলাইমান, সংস্থার অর্থসচিব সৈয়্যদ মুহাম্মদ রোকন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক সৈয়্যদ আজিম উদ্দিন, এস এম রুবায়েত মির্জা, এস এম সাব্বির প্রমুখ।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত