প্রতিনিয়ত মানবতার সেবায় রেড ক্রিসেন্ট

চট্টগ্রাম : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের উদ্যোগে নগরীর মির্জাপুলস্থ চুন্নমিয়া লেইনে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

করোনাকালীন সময়ে প্রতিবন্ধীদের পাশে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে

শনিবার (২১ নভেম্বর) যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের বাস্তবায়নে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড সদস্য ও জেলা রেড ক্রিসেন্টের ভাইস চেয়ারম্যান ডাঃ শেখ শফিউল আজম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী ফয়সালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য আনোয়ার আজম, চট্টগ্রাম জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার আব্দুর রশিদ খান, সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মুহাম্মদ ইয়াহইয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের ক্রীড়া ও প্রচার প্রকাশনা বিভাগীয় প্রধান কৃষ্ণ দাশ, কার্যকরী পর্ষদের সদস্যবৃন্দ ও যুব স্বেচ্ছাসেবকরা।

নগরীর ষোলকবহর, মুরাদপুর, দুই নম্বর গেইট, বহদ্দারহাট, চকবাজার এলাকার প্রতিবন্ধীদের চাউল, ডাল, চিনি, সুজি, লবণ, তৈল উপকরণ সমূহ বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন বলেন, ‘‘রেড ক্রিসেন্ট মানবতার সেবায় প্রতিনিয়ত কাজ করে থাকে। প্রতিবন্ধীদের খাদ্য সামগ্রী বিতরণ সত্যিই প্রশংসনীয়।’’

এছাড়াও মির্জাপুলস্থ ডাঃ শেখ শফিউল আজমের বাসভবনে তিন মাস ব্যাপী চলমান ফুড কর্ণার ও ইনভেস্টিগেশন সেল কার্যক্রমে চিকিৎসা সেবা পরিদর্শন ও সেবা প্রাপ্তিদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ ফিরোজ সালাহ্ উদ্দিন।

শেয়ার করুন