
নারায়ণগঞ্জে সিগারেটের আগুন ঘরে ছড়িয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন তার স্ত্রী ও পাঁচ বছর বয়সী মেয়ে।
শনিবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার দাপা ইদ্রাকপুর সরদার বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান।
মৃত দীপায়ন সরকার (৩৫) পরিবার নিয়ে ইদ্রাকপুর সরদার বাড়ি এলাকার ওই বাড়িতে ভাড়া থাকতেন।
আরো পড়ুন : প্রতিনিয়ত মানবতার সেবায় রেড ক্রিসেন্ট
আরো পড়ুন : স্বাধীনতার ইতিহাস বিকৃতি করাই বিএনপির গণতন্ত্র
তার স্ত্রী পপি সরকার (৩০) ও মেয়ে দিয়া রানী সরকারের (০৫) অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
পরিবারের বরাত দিয়ে ওসি আসলাম হোসেন বলেন, “মশারির ভেতরে বিছানায় সিগারেট খাওয়ার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুন দ্রুত ঘরের আসবাবপত্রে ছড়িয়ে পড়ে। তাতে ঘরের তিনজনই দগ্ধ হয়।”
প্রতিবেশীরা তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দীপায়নের মৃত্যু হয়।