
১০ থেকে ১৭ বছর বয়সী শিশুরাও পাবে জাতীয় পরিচয়পত্র। নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ পরিচয়পত্র দেওয়ার এই কাজ করবে। ২০২১ সালের প্রথম থেকেই পরীক্ষামূলকভাবে এ কাজ শুরু হবে।
প্রথম পর্যায়ে বাছাই করা কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণি থেকে ওপরের শ্রেণির শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরীক্ষামূলক কাজ সফল হলে ১০ বছর থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী সবাইকে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। বয়স ১৮ পূর্ণ হলে তাঁরা ভোটার হিসাবে নিবন্ধিত হবেন।
আরো পড়ুন : মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধকরণ কর্মসুচি উদ্বোধন সিএমপি কমিশনারের
আরো পড়ুন : বাদশার বন্ধ দোকান পাহারায় হাসপাতালের সিসিটিভি-গার্ড
এখন ইসি ১৮ বছর থেকে বেশি বয়সী নাগরিকদের ভোটার হিসেবে নিবন্ধন করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র দিয়ে থাকে। ইসির ‘আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং অ্যাকসেস টু সার্ভিসেস (আইডিইএ)’ প্রকল্পের মাধ্যমে এই পরিচয়পত্র দেওয়া হয়। প্রকল্পটি চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির দ্বিতীয় পর্যায় অনুমোদন পেয়েছে। তাতে ১০ থেকে অনূর্ধ্ব ১৮ বছর বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অর্থ সংস্থান রাখা হয়েছে বলে জানিয়েছে ইসি।
ইসি সূত্র জানায়, শিশুদের জাতীয় পরিচয়পত্র দেওয়ার ক্ষেত্রে বয়স ১০ বছর ধরার কারণ হলো এই বয়সে এসে মানুষের আঙুলের ছাপ পূর্ণতা পায়। এ ছাড়া ১৮ বছরের কম বয়সীদের পরিচয়পত্রের রং ভিন্ন হবে এবং সেটি হবে কাগজে ছাপা কার্ড। বয়স ১৮ বছর হলে তাঁরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন। ভোট দেওয়া ছাড়া এই পরিচয়পত্রের মাধ্যমে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক যেসব সুবিধা পান, শিশুরাও প্রয়োজনীয় সব সুবিধা নিতে পারবে।
মঙ্গলবার আইডিইএ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) অনুমোদনের পর বিকেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাইদুল ইসলাম। তিনি বলেন, নতুন প্রকল্পে ২০২২ সালের মধ্যে দেশের সব ভোটারের হাতে স্মার্ট কার্ড দেওয়া হবে। আর ১০ থেকে ১৭ বছর বয়সীদের দেওয়া হবে পেপার লেমিনেটিং কার্ড। এ ছাড়া জন্মনিবন্ধন কর্তৃপক্ষ কর্তৃক একটি শিশুর জন্মের পরপরই তাকে ১০ ডিজিটের ইউনিক আইডি নম্বর দেওয়া হবে।