খাগড়াছড়িতে মেয়েকে ধর্ষণ, মা-বাবার যাবজ্জীবন

খাগড়াছড়ি : পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলায় নিজের মেয়েকে ধর্ষণের দায়ে এক পাষন্ড বাবাকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলায় ধর্ষণে সহযোগিতা করায় ধর্ষণের শিকার কিশোরীর মাকেও যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকালে নারী ও নিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহা. আবু তাহেরের আদালতে তাদের এ সাজা দেওয়া হয়।

আরো পড়ুন : পটিয়া পৌর নির্বাচন: মনোনয়ন প্রত্যাশী হারুনুর রশীদ
আরো পড়ুন : মাটি কাটার মহোৎসব লামায়

খাগড়াছড়ির পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বিধান কানুনগো জানান, খাগড়াছড়ির রামগড়ে ২০১৯ সালের ৭ জুলাই থেকে টানা দশ দিন নিজের মেয়েকে ধর্ষণের দায়ে পিতা আবুল কাশেমকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ধর্ষণে সহযোগিতা করার দায়ে ধর্ষণের শিকার কিশোরীর মা মনোয়ারা বেগমকেও যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। তাদের দুইজনকেই এক লাখ টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে কারাদন্ড দিয়েছেন আদালত।

অন্যদিকে একই আদালতে ২০১৯ সালের ১ জানুয়ারি খাগড়াছড়ির মানিকছড়িতে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষক মোস্তাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদন্ড দেন আদালত। সাজাপ্রাপ্ত মোস্তাফিজুর রহমান বর্তমানে পলাতক রয়েছেন বলেও জানান পাবলিক প্রসিকিউটর।