মিরসরাইয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

মিরসরাইয়ে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম : মিরসরাইয়ে ছিনতাই হওয়া টাকা, মোবাইল উদ্ধারের পাশাপাশি ছিনতাইকারী সন্ত্রাসী গ্রুপকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে জোরারগঞ্জ থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামীরা হলো জোরারগঞ্জ থানার শীর্ষ সন্ত্রাসী মো. হুমায়ুন রশিদ মামুন, মুকেশ চন্দ্র দাস (২২), আসিফ হায়দার জিসান (২৩), সাজ্জাদ হোসেন সাব্বির (১৯), মোহাম্মদ রিয়াজ উদ্দিন (১৯)।

আরো পড়ুন : পৌরবাসীর দোয়া, অকুণ্ঠ সমর্থন চেয়েছেন লিটন
আরো পড়ুন : মামুনুল হককে ঠেকাতে চট্টগ্রামে ছাত্রলীগের অবস্থান

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন জানান, বৃহস্পতিবার রাত ৮টায় জোরারগঞ্জ বাজারে এক বিকাশ ব্যবসায়ীকে পেছন চাপাতি দিয়ে আঘাত করে তার কাছে থাকা ৫টি মোবাইল, নগদ ১২,৯০০ টাকা নিয়ে যায়। এঘটনায় জোরারগঞ্জ ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া টাকা, মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়।

এসময় জোরারগঞ্জ থানার শীর্ষ সন্ত্রাসীর তালিকায় থাকা মো. হুমায়ুন রশিদ মামুনকেও একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে সময়ে তাদের কাছে বেশকিছু দেশীয় অস্ত্র পাওয়া যায়।

এঘটনায় গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে দস্যুতার ধারা ৩৯৪ পিসি মূলে একটি ও আর্মস অ্যাক্টের ১৯-অ ধারায় মামলা নং-২৪(১১)২০ দায়ের করা হয়েছে।