প্রতিপক্ষের হামলায় ফটিকছড়িতে বসতবাড়ি ভাংচুর, আহত ৪

চট্টগ্রাম : বি.এস খতিয়ান সংশোধনী মামলা করায় বসতবাড়িতে হামলা ও ভাংচুর করেছে প্রতিপক্ষ। হামলায় শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছে। আহতদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৪ ডিসেম্বর) সকালে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর (আমানি বাড়ি) গ্রামে এ ঘটনা ঘটে।

আরো পড়ুন ; নানিয়ারচর উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষীকে গুলি করে হত্যা
আরো পড়ুন : নাইক্ষ্যংছড়িতে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে: বীর বাহাদুর

স্থানীয়রা জানিয়েছে, ফটিকছড়ি সহকারী জজ আদালতে অপর মামলা (২৩৮/২০) দায়ের করেন মো. সোলেমান। এ কারণে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ এখালাসের নেতৃত্বে ৫ থেকে ৬ ব্যক্তি সোলেমানের উপর আক্রমণ করে।

বিবদমান দুই পক্ষই ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের আজিমপুর (আমানি বাড়ি) গ্রামের স্থায়ী বাসিন্দা।

এ প্রসঙ্গে এখলাস বলেন, প্রথমে তাদের উপর হামলা চালালে তারাও চারজন আহত হয়েছে।

এবিষয়ে দুই পক্ষই ফটিকছড়ি থানায় অভিযোগ দায়ের করেছে। এস.আই মো. আজমগীর সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এব্যাপারে এস.আই মো. আজমগীর বলেন, দুই পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। উভয়পক্ষকে আইন-শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।