
চট্টগ্রাম : হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের মাঝির পাড়া মিস্ত্রী ঘাটা এলাকায় চলাচলের রাস্তা বন্ধ করায় ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। তাদের প্রতিবেশী আবুল কালাম ও তার ভাইদের বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে। রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো ১দিন ধরে চলাচলে চরম বিড়ম্বনায় পড়েছে।
রবিবার (৬ ডিসেম্বর) সরেজমিনে দেখা যায়, এলাকার সাহেব জান পিতার বাড়িতে প্রবেশের চলাচলের জন্য একটি রাস্তা। ৭২ফুট দৈর্ঘ্য ও ৯ফুট প্রস্থের রাস্তাটি উত্তর-দক্ষিণ হয়ে মাঝির পাড়া-কাজী পাড়া সড়কের সাথে যুক্ত। ওই সড়কে প্রবেশমুখ সংলগ্ন স্থানে রয়েছে প্রয়াত মাহাবুবুল আলমের ওয়ারিশ আবুল কালাম ও তার ভাইদের বসতঘর। এরপরেই রয়েছে একটি ফটকযুক্ত সীমানাঘেরা মরহুম নুর আহমদের ওয়ারিশ মো. হারুণসহ তাদের ভাইদের ৭পরিবারের বসতঘর। শাহ আলম ও তার ভাইয়েরা মিলে ওই ফটক বরাবর একটি বড় দেওয়াল নির্মাণ করে চলাচলের পথ বন্ধ করে দিয়েছে। রাস্তাটি দখল করে রীতিমতো তাদের পাকাঘর নির্মাণকাজও অব্যাহত রয়েছে। এর ফলে হারুণসহ ৭টি পরিবারের চলাচলের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে গেছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় ৭টি পরিবারের সদস্যরা এখন বেকায়দায় পড়েছেন।
আরো পড়ুন : শীতে পায়ের জুতা-মোজায় দুর্গন্ধ সমাধানের ৫ উপায়
আরো পড়ুন : ক্ষতিকারক রং মিশিয়ে মাছ বিক্রি, ৬মণ জব্দ করে ধ্বংস
স্থানীয় সূত্র ও ভূক্তভোগী পরিবারের সাথে কথা বলে জানা যায়, প্রয়াত মাহাবুবুল আলম ও নুর আহমদ তারা উভয়ই চাচা-ভাতিজা হন। ১৯৫৭ সালে মাহাবুবুল আলম রাস্তাটি দখল করলে এর প্রতিকার চেয়ে নুর আহমদ চট্টগ্রাম ৩য় শ্রেণি ম্যাজিস্ট্রেট আদালতে একটি সি.আর মামলা রুজু করেন। একবছর পর বিজ্ঞ আদালত মাহবুবুল আলমকে দোষী সাব্যস্থ করে ২৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ২০দিনের কারাদণ্ডের নির্দেশ প্রদান করেন এবং রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন। এভাবে সবকিছু ঠিক থাকলেও ২০১৮সালের দিকে আবারও মাহাবুবুল আলমের ওয়ারিশগণ ওই রাস্তা পুনরায় ইটের স্তুপ দিয়ে দখলের চেষ্টা চালায়।
বিষয়টি থানা এমনকি চট্টগ্রাম মহানগর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত গড়ায়। আদালত রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত রাখা ও কোন প্রতিবন্ধকতা থাকলে অপসারণের নির্দেশ দিয়ে আদেশের কপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রশাসন প্রতিবন্ধকতা সরানোর পর মাহাবুবুল আলমের ওয়ারিশগণের পক্ষে শাহ আলম ২০১৯সালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে রাস্তাটি নিজেদের মালিকীয় দাবি করে একটি মামলা রুজু করেন। আদালত ভূমি অফিসের তদন্ত প্রতিবেদনের আলোকে উক্ত মামলা নথিজাত করেন। এরই মধ্যে গত রবিবার শাহ আলম ও তার পরিবারের সদস্যরা চলাচলের উক্ত রাস্তা দখল করে সেখানে স্থাপনা নির্মাণ ও চলাচলের পথে দেওয়াল তুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
অবরুদ্ধ একটি পরিবারের সদস্য নুরুল আবছার বলেন, ‘দীর্ঘ ১৫০বছর ধরে রাস্তাটি আমাদের বাড়ির রাস্তা। এটি নিজেদের দখলে ১৯৫৭ সালে তারা চেষ্টা চালায়। বিষয়টি আদালতে পর্যন্ত গড়ায়। বিজ্ঞ আদালত রাস্তাটি উন্মুক্ত রাখার নির্দেশ দেন। তখন থেকে আমরা শান্তিপূর্ণভাবে রাস্তাটি ব্যবহার করে আসছি। এরপরও ২বছর পূর্বে তারা আবারও রাস্তাটি তাদের দখলে নিতে চায়। উভয়পক্ষ আদালত ও থানায় গেলেও বিজ্ঞ আদালত রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ প্রদান করেন। কিন্তু তারা আদালতে নির্দেশ অমান্য করেই জোরপূর্বক আমাদের গেইটে বিশাল দেওয়াল দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছে। আমরা বাঁধা দিলে তারা আমাদের পিটিয়ে আহত করে। এতে আমাদের পরিবারের মো. মনসুর আলম(৩৫), মো. নুরুল আজিম(৫০), মো. হারুণ(৫৮), মো. নুরুল আবছার(৪৭), নুর নাহার ছাদিয়া(১২) আহত হন। আহতদের মধ্যে মো. মনসুর আলমের অবস্থা গুরুতর। মাথায় গুরুতর হওয়ায় তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। সর্বশেষ রাস্তাটি দখলে নিয়ে সেখানে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছে।
অবরুদ্ধ পরিবারের আরেক সদস্য মো. হারুণ বলেন, ‘রাস্তার মধ্য দিয়ে গ্যাসলাইনের পাইপ রয়েছে। তারা অযৌক্তিকভাবে রাস্তা বন্ধ করে দেওয়ায় আমরা সবাই অবরূদ্ধ হয়ে আছি। কোন দুর্ঘটনা ঘটলে আমাদের ঘর থেকে বের হওয়ারও কোন পথ নেই। আমরা এই ঘটনায় প্রশাসনের নিকট লিখিত অভিযোগ করেছি।
জানতে চাইলে অভিযুক্ত শাহ আলম বলেন, ‘তারা আমাদের একই বংশের, তবে ওই জায়গার মালিক তারা নন। আমাদের পরিবারের মেয়েরা বড় হচ্ছে। তাই সবার সুবিধার জন্য আমরা রাস্তাটি ঘুরিয়ে অন্যদিকে দিচ্ছি। এতে তারা রাজি নয়। তারা গত শনিবার (৫ডিসেম্বর) স্থায়ী রাস্তা তৈরি করতে চাইলে উভয়পক্ষে মারামারি হয়েছে। এতে আমরাও কয়েকজন আহত হই। এরপরও আমরা তাদের সুবিধার জন্য সামান্য ঘুরিয়ে চলাচলের রাস্তা ও প্রয়োজনে আমাদের খরচে তাদের গ্যাস লাইনও সরিয়ে দেবো।’
হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ‘রাস্তা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হয়েছে। এ বিষয়ে উভয়পক্ষ লিখিত অভিযোগ নিয়ে এসেছে। তদন্ত সাপেক্ষে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি।’