

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)র সাথে মতবিনিময় করেছেন পণ্য পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ: সোমবার (৭ ডিসেম্বর) সকালের দিকে নগরীর পুলিশ লাইন্স সদর দপ্তরের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম। তিনি পণ্য পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাৎক্ষণিক সমাধান দেন।
আরো পড়ুন : ক্ষতিকারক রং মিশিয়ে মাছ বিক্রি, ৬মণ জব্দ করে ধ্বংস
আরো পড়ুন : করোনা আক্রান্ত শিক্ষামন্ত্রী
অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, বাংলাদেশ আন্তঃজেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি তাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ আহবায়ক রুস্তম আলী খান, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ সমন্বয়ক মজুমদার হোসেনসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পণ্য পরিবহন শ্রমিক মালিক সংগঠনের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।















