চবিতে পুলিশ-ছাত্রলীগ সংঘর্ষ, ২ ছাত্রলীগ নেতা বহিষ্কার

উপ দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও সহ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার শাকিল। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বন্ধ করে সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের শৃংখলা ভঙ্গের দায়ে চবির দুই নেতাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- উপ দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল ও সহ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার শাকিল।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। রুটিন অনুযায়ী এদিন ৪০১ নং কোর্সের পরীক্ষা ছিল। ওই বিভাগের একই বর্ষের বহিষ্কৃত ছাত্র  ও ছাত্রলীগের সহ-সম্পাদক আবদুল্লাহ আল কায়সার শাকিলকে পরীক্ষায় অংশ নেয়ার অনুমতি না দেয়ায় পরীক্ষা কেন্দ্রে তালা দেন তিনি।

এসময় সমাজ বিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্রের সামনে তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এরপর জিরো পয়েন্টে সংগঠিত হয় ছাত্রলীগ কর্মীরা। এসময় মেইন ফটক আটকিয়ে বিক্ষোভ করে তারা। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে গেলে আবারো সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় চার পুলিশ সদস্যসহ ৮জন আহত হন।

শেয়ার করুন