ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ চট্টগ্রামে

ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সাংবাদিকদের বিক্ষোভ চট্টগ্রামের

চট্টগ্রাম : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের কঠোর শাস্তি ও গ্রেফতারের দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক সমাজ। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সর্বস্তরের সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।

শনিবার (১২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) ও চট্টগ্রাম প্রেসক্লাব আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ দাবি জানানো হয়।

আরো পড়ুন : পদ্মা সেতু নিয়ে যারা প্রশ্ন তুলেছিল তারা আশাহত, লজ্জা পেয়েছে
আরো পড়ুন : ২১ বছর পর আলোচিত আমজাদ চেয়ারম্যান হত্যা মামলার রায় আজ

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে চট্টগ্রামের সাংবাদিক সমাজ অতীতেও সোচ্চার ছিল, এখনো সোচ্চার আছে। যারা উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সারাদেশের মানুষ সোচ্চার হয়ে উঠেছে। তাদের কোনো অপচেষ্টাই এদেশের মানুষ সফল হতে দেবে না।

সমাবেশে বক্তব্য রাখেন বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজে সভাপতি মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ ও নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, লাইব্রেরী সম্পাদক রাশেদ মাহমুদ, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক, সিইউজে টিভি ইউনিট চিফ মাসুদুল হক প্রমুখ।

শেয়ার করুন