দক্ষিণ হালিশহরে বিজয় দিবস ফুটবল চ্যাম্পিয়ন পুরাতন সাইট পাড়া

দক্ষিণ হালিশহরে বিজয় দিবস ফুটবল চ্যাম্পিয়ন পুরাতন সাইট পাড়া
দক্ষিণ হালিশহরে বিজয় দিবস ফুটবল চ্যাম্পিয়ন পুরাতন সাইট পাড়া

চট্টগ্রাম : নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সিডিএ বালুর মাঠে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিজয় দিবস ফুটবল কাপ ফাইনাল খেলায় ট্টাইবেকারে ৩-১ গোলে হালিশহর একাদশ ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছে পুরাতন সাইট পাড়া ক্রীড়া সংস্থা। ম্যাচশেষে পুরস্কার বিতরণী সভায় সম্মানিত অতিথি থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন নগর ছাত্রলীগ নেতা মো. রুবেল হাসান, মো. নয়ন, ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি সংগঠক মু. বাবুল হোসেন বাবলা, সংগঠক মো. হোসেন মিন্টু, সাবেক ফুটবলার মো. আবদুর রহীম, আরমান কাউসার তুষার।

আরো পড়ুন : নারী উদ্যোক্তাদের সৃষ্টিশীলতায় মুগ্ধ যুক্তরাষ্ট্র
আরো পড়ুন : ঢাকা সফরের প্রত্যাশায় রয়েছি : মোদী

দক্ষিণ হালিশহর কাজির গলি ক্রীড়া সংস্থার পরিচালক মো. মনিরুল ইসলাম মানিকের সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় আরো উপস্থিত ছিলেন মো. রুবেল, সংগঠক টুর্নামেন্ট কমিটির রাজু, জামসেদ প্রমুখ।

ম্যাচ পরিচালনা করেন রেফারী অভি, সহকারী জুয়েল ও সানি। খেলায় সেরা খেলোয়াড় বাদশা, সেরা কিপার ইমন ও ফেয়ার প্লে তানভির।

দক্ষিণ হালিশহরে বিজয় দিবস ফুটবল চ্যাম্পিয়ন পুরাতন সাইট পাড়া

পুরস্কার বিতরণী সভায় বক্তারা বলেন, মহান বিজয় কে সম্মান জানিয়ে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ মুক্তিযোদ্ধের সময় শহীদদের প্রতি উৎস্বর্গ করেন। আর যুবদের স্বর্নিভর দেশ-সমাজ গঠনে শিক্ষা-ক্রীড়াচর্চায় এগিয়ে আসার আহবান করেন।

শেয়ার করুন