২৭৭ জনের প্রজ্ঞাপন জারি
পদোন্নতি পেয়ে উপসচিব পদে ২৯১ কর্মকর্তা

প্রশাসনের ২৯১ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

পৃথক দুটি আদেশে রোববার (২৩ এপ্রিল) ২৭৭ জনের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাকি ১৪ জন লিয়েন ও উচ্চশিক্ষার্থে দেশে বা বিদেশে থাকায় তাদের প্রজ্ঞাপন জারি হয়নি। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ২২১ জন। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের নিয়ে প্রশাসনে উপসচিবের সংখ্যা দাঁড়াল এক হাজার ৫৭৫ জনে।

অনুমোদিত উপসচিবের পদ রয়েছে সাড়ে ৮শ’র মতো। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক দুটি আদেশে ২৭৭ জন কর্মকর্তার প্রজ্ঞাপন জারি করে। এর মধ্যে একটি আদেশে ২৬৭ জন এবং অপর আদেশে প্রেষণে কর্মরত ১০ কর্মকর্তার পদোন্নতির কথা বলা হয়। এর বাইরে লিয়েন ও উচ্চশিক্ষার্থে ছুটিতে থাকা আরও ১৪ কর্মকর্তার পদোন্নতি হয়েছে উপসচিব পদে। তারা চাকরিতে যোগ দেয়ার পর ওই আদেশ জারি করা হবে।

পদোন্নতির আদেশ পর্যালোচনা করে দেখা গেছে, ২৬৭ জন কর্মকর্তার মধ্যে প্রশাসন ক্যাডারের ২০০ জন। প্রেষণে থাকা ১০ কর্মকর্তার মধ্যে প্রশাসন ক্যাডারের ৯ জন। পদোন্নতি পাওয়া প্রশাসন ক্যাডারের মধ্যে মাত্র ৭ জন ছাড়া বাকি সবাই ২২তম ব্যাচের কর্মকর্তা। ওই সাতজনই পদোন্নতি বঞ্চিত ছিলেন। এদের মধ্যে ১৫তম ব্যাচের চারজন, ১১তম, ১৭তম ও ২০তম ব্যাচের একজন কর্মকর্তা রয়েছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা যুগান্তরকে বলেন, পদোন্নতি পাওয়া কর্মকর্তার মধ্যে ৭৪ দশমিক ১৬ শতাংশই প্রশাসন ক্যাডারের। ‘সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২’ অনুযায়ী, উপসচিব পদের পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৭৫ শতাংশ এবং অন্য ২৬টি ক্যাডারের কর্মকর্তাদের জন্য ২৫ শতাংশ পদ নির্দিষ্ট করা আছে।

প্রশাসন ক্যাডারের বাইরে কৃষি ক্যাডারের পাঁচজন, আনসারের তিনজন, নিরীক্ষা ও হিসাবের চারজন, সমবায়ের পাঁচজন, ইকোনমিক ক্যাডারের ছয়জন, মৎস্যের পাঁচজন, খাদ্যের দু’জন, সাধারণ শিক্ষার আটজন, তথ্যের চারজন, প্রাণিসম্পদের ছয়জন, ডাকের তিনজন, গণপূর্তের চারজন, রেলওয়ের তিনজন, পরিসংখ্যানের দুইজন, করের তিনজন, জনপথের দুইজন ছাড়াও টেলিযোগাযোগ, শুল্ক ও আবগারি, বন এবং ট্রেড ক্যাডারের একজন করে কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে এবার।

বরাবরের মতো এবারও পদোন্নতিতে শীর্ষ কর্মকর্তাদের একান্ত সচিবরা (পিএস) পদোন্নতির তালিকায় স্থান পেয়েছেন। প্রধানমন্ত্রীর একজন এপিএস ছাড়াও একজন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, একজন উপমন্ত্রীর পিএস এবং নয়জন সচিবের পিএসকে উপসচিব করা হয়েছে।

প্রধানমন্ত্রীর এপিএস কাজী নিশাত রসুল, কৃষিমন্ত্রীর পিএস মোহাম্মদ শাহজালাল, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিএস মো. মঞ্জুরুল হাফিজ এবং পরিবেশ ও বন উপমন্ত্রীর পিএস শাহ মোমিন পদোন্নতি পেয়ে উপসচিব হয়েছেন। পাশাপাশি পিএসসি চেয়ারম্যানের পিএস মোহাম্মদ জাহাঙ্গীর আলম, দুদক কমিশনারের পিএস সৈয়দ রবিউল ইসলাম ও মোহাম্মদ মিজানুর রহমান এবং একটি সংসদীয় কমিটির চেয়ারম্যানের পিএস উত্তম কুমার মণ্ডলকে উপসচিব করেছে সরকার।

এছাড়া সেতু বিভাগের সচিবের পিএস মাহমুদ ইবনে কাসেম, শ্রম সচিবের পিএস হাবিবুর রহমান, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবের পিএস আবু সেলিম মাহমুদ-উল হাসান এবং দুদক সচিবের পিএস মো. নুরুল হক পদোন্নতি পেয়েছেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবের পিএস কাজী শাহজাহান, কৃষি সচিবের পিএস মো. জিয়াউল হক, মন্ত্রিপরিষদ সচিবের পিএস এইচএম নুরুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পিএস মো. শরিফুল ইসলাম, পরিবেশ ও বন সচিবের পিএস মোহাম্মদ গোলাম কিবরিয়াকেও উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়েছে।

শেয়ার করুন