অধ্যাপক খালেদ ছিলেন নীতি আদর্শের পাঠশালা : নাছির

অধ্যাপক খালেদ ছিলেন নীতি আদর্শের পাঠশালা : নাছির

চট্টগ্রাম : নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নীতিবান মানুষের খুব অভাব। মানুষ গড়ার কারিগর হিসেবে অধ্যাপক খালেদের হাত দিয়ে অনেক মানুষ প্রতিষ্ঠা পেয়েছে। নীতি আদর্শের প্রতি তিনি অবিচল ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল ছিলেন বলে গণমানুষের ভোটে ৭০’র নির্বাচনে তিনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রেখেছিলেন। সুতরাং, নীতিহীন-আদর্শহীন হয়ে বেঁচে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয়।

বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, প্রাক্তন সংসদ সদস্য এবং স্বাধীন দেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর প্রিয়া কমিউনিটি সেন্টারে এ স্মরণসভার আয়োজন করে বঙ্গবন্ধু একাডেমি কেন্দ্রীয় কমিটি।

আরো পড়ুন : মানুষের সেবায় নিজেকে নিবেদন করাই রাজনীতির মূল মন্ত্র : নাছির
আরো পড়ুন : করোনায় মারা গেলেন চমেক শিক্ষক ডা. হাসান মুরাদ

নাছির বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অধ্যাপক খালেদ অতন্দ্র প্রহরীর মতো কাজ করেছেন। সৎ মানুষ হিসেবে তিনি সাংবাদিকতায় অনন্য ছিলেন। অধ্যাপক খালেদের অনুপম চরিত্র ও আদর্শ বাস্তবায়ন করতে পারলে এ সমাজে সৎ ও নীতিবান মানুষ জন্ম হবে।

অধ্যাপক মোহাম্মদ খালেদ স্মরণসভা কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ সাহাবউদ্দীনের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ দিদার আশরাফীর সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এহছানুল হায়দার চৌধুরী বাবুল।

আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক মো. খোরশেদ আলম, চসিক প্রাক্তন প্যানেল মেয়র অধ্যাপিকা রেখা আলম চৌধুরী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সভাপতি চিত্রনায়ক পঙ্কজ বৈদ্য সুজন, জাসদ নেতা ভানুরঞ্জন চক্রবর্তী, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, বাংলাদেশ ব্যাংক সাবেক যুগ্ম পরিচালক গেরিলা বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ, সাপ্তাহিক স্লোগান সম্পাদক মোহাম্মদ জহির, বাংলাদেশ-ভারত সংস্কৃতি মৈত্রী ফাউন্ডেশন সাধারণ সম্পাদক এস.এ রহিম, মোহনা টেলিভিশন চট্টগ্রাম ডেপুটি ব্যুরো প্রধান আলী আহমেদ শাহিন ও চট্টগ্রাম আইন কলেজ সাবেক জিএস সুমন দেবনাথ, সাংস্কৃতিক সংগঠক প্রণবরাজ বড়ুয়া।

বক্তব্য রাখেন শ্রমিক নেতা কামাল উদ্দিন, ইসমাইল মঞ্জুর আশরাফী, মাছুমা কামাল আঁখি, ইয়াসিন সেলিম, গোলাম রহমান, হাজী মহিউদ্দিন আহমেদ, ইউনুছ মিয়া, মো. তিতাস, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা বাহাদুর আলম, মুক্তিযোদ্ধা দুলাল চন্দ্র বড়ুয়া, দিলীপ হোড়, শিল্পী নারায়ন দাশ, শিল্পী অচিন্ত্য কুমার দাশ, শিল্পী নুপুর আক্তার, শিউলী আক্তার, শিল্পী হানিফুল ইসলাম চৌধুরী, রতন ঘোষ, সমীরন দাশ, নোমান উল্লাহ বাহার, রাফি, উচ্ছাস, শরীফ প্রমুখ।

শেয়ার করুন