
চট্টগ্রাম : নগরীর লাভলেইন এলাকায় নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে নির্মাণাধীন দেয়াল ধসে মো. সালাউদ্দিন (১৭) নামের এক শ্রমিক ঘটনাস্থলেই মারা গেছেন। আহত হয়েছে আরো এক শ্রমিক। তার নাম মো. শুক্কুর। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার (২৬ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ওই আহত শ্রমিককে উদ্ধার করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দেয়াল ধসের ঘটনায় একজন ঘটনাস্থলে এক শ্রমিক মারা যায়। আহত অপর জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
আরো পড়ুন : কুকুর মারতে গিয়ে নিজের বন্দুকের গুলিতে প্রবাসীর মৃত্যু রাউজানে
আরো পড়ুন : চলেই গেলেন অভিনয় শিল্পী কাদের
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচন কমিশন অফিসের সামনের একটি জায়গায় দেয়াল নির্মাণের কাজ করতে গিয়ে দেয়াল ধসের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন ঘটনাস্থলে মারা গেছে। তাকে হাসপাতালে আনা হয়নি। অপর আহত শ্রমিককে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাকে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মো. শুক্কুর (৩২) নামের ওই শ্রমিকও মারা গেছেন।