[caption id="attachment_40649" align="aligncenter" width="691"]
ছবি সংগৃহীত[/caption]
শীতের সাথে ঝেঁকে বসেছে ঘন কুয়াশা। যে কারণে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি দুইটি আন্তর্জাতিক ফ্লাইট। পরে চট্টগ্রামের শাহ আমানতে অবতরণ করেছে ফ্লাইট দুইটি।
শুক্রবার (২২ জানুয়ারি) সকাল ৭টা ৪০ মিনিটে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসা ইউএস বাংলার ফ্লাইটটি ঢাকায় নামতে না পেরে চট্টগ্রাম চলে আসে। এরপর সোয়া ৯টার দিকে ওমান থেকে আসা ইউএস বাংলার অপর ফ্লাইটটিও চট্টগ্রামে অবতরণ করে।
আরো পড়ুন : ঘর পাবে চট্টগ্রামের ৫৩৮ ভূমিহীন-গৃহহীন পরিবার
আরো পড়ুন : লীজের আড়ালে কোম্পানীর পেটে রেলের ভূমি
বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার ফরহাদ হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে শাহজালালে নামতে না পেরে দুইটি আন্তর্জাতিক ফ্লাইট শাহ আমানতে অবতরণ করেছে। কুয়াশা কেটে গেলে ফ্লাইট দুইটি আবার ঢাকায় চলে যাবে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত