টেকনাফে ১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ মাদক ব্যবসায়ী

টেকনাফে ১৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ২ ইয়াবা ব্যবসায়ী

কক্সবাজার : জেলার টেকনাফে প্রায় সোয়া ১৩ কোটি টাকার ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২৯ জানুয়ারি) হাবিরপাড়া এলাকায় আব্দুর রশিদের বাসার সামনে থেকে তাদের আটক করা হয়। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

আটককৃতরা হলেন-টেকনাফের বড় হাবিরপাড়া গ্রামের নজির আহমদের ছেলে মো. আব্দুর রশিদ (৩৬) ও গোদারবিল গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হামিদ (২৬)।

আরো পড়ুন : শনিবার এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ
আরো পড়ুন : ইপসা পরিদর্শনে পল্লী-কর্ম-সহায়ক ফাউন্ডেশন এমডি

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রশিদ এবং হামিদকে আটক করা হয়। পরে রশিদের বাড়ির সামনে আম গাছের নিচে লুকানো অবস্থায় ১ লাখ ৩৭ হজার ৯শ’ পিস ও তার ভগ্নিপতির বাড়ির গোসলখানার স্ল্যাবের নিচ থেকে আরো ১ লাখ ২৬ হাজার ৮০ পিস ইয়াবাসহ সর্বমোট ২ লাখ ৬৩ হাজার ৯শ’ ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৩ কোটি ২০ লাখ টাকা।