বান্দরবানে সেনা সদস্য নিলেন করোনার প্রথম টিকা

বান্দরবানে সেনা সদস্য নিলেন করোনার প্রথম টিকা

বান্দরবান : করোনা ভাইরাস (কোভিড-১৯) এর টিকাদান কর্মসূচির উ‌দ্বোধন ক‌রা হয়েছে। র‌বিবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে বান্দরবান সেনানিবাসের ২৬ বীর-এর প্রশিক্ষণ মাঠে বেলুন ও পায়রা উ‌ড়ি‌য়ে‌ কোভিড-১৯এর টিকাদান অনুষ্ঠানের উ‌দ্বোধন করা হয়।

উ‌দ্বোধনী অনুষ্ঠানে ৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি। জেলা প্রশাসক ইয়াছ‌মিন পারভীন তিবরী‌জি, বান্দরবানের সি‌ভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, বান্দরবান সদর উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান এ‌কে এম জাহাঙ্গীর, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন : কুকুর মারলে জরিমানা গুণবেন ৭৫ হাজার, হতে পারে হাজতবাসও!
আরো পড়ুন : চট্টগ্রামে নিজে করোনা ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন করলেন নওফেল

এসময় বক্তব্য রাখতে ব্রি‌গেড কমান্ডার ব‌লেন, বান্দরবান জেলায় ৯০২জন ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে ৮২৮জন সুস্থ হ‌য়ে‌ছেন ও ৪জন মৃত্যুবরন ক‌রে‌ছেন। তি‌নি আরো ব‌লেন, বান্দরবা‌নের মানু‌ষের স‌চেতনতার কার‌নে আক্রা‌ন্তের হারের তুলনায় মৃত্যুর হার কম ছিল।

উদ্বোধনী দিনে সেনাবা‌হিনীর ৫০ সদস্যকে টিকা প্রদান করা হয়। প্রথম টিকা গ্রহণ করেন ক্যা‌প্টেন শা‌কিল। এসময় তা‌কে ফুল দি‌য়ে শু‌ভেচ্ছা জানান ব্রি‌গেড কমান্ডার ও জেলা প্রশাসক।