বান্দরবান সীমান্তে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি বন্দুকযুদ্ধে নিহত

বান্দরবান সীমান্তে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি বন্দুকযুদ্ধে নিহত

শামীম ইকবাল চৌধুরী (নাইক্ষ্যংছড়ি) : জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির সাথে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে ১ লাখ পিস ইয়াবা অস্ত্র ও গুলি। নিহতরা হলেন মোহাম্মদ জোবায়ের (২৮) ও দিল মোহাম্মদ (২৫)। এরা দুজনেই কক্সবাজারের রোহিঙ্গা কুতুপালং ক্যাম্পের বাসিন্দা। ঘটনাস্থল থেকে বিজিবি এক লক্ষ পিস ইয়াবা দুটি দেশীয় তৈরি একনলা বন্দুক চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রোববার (৭ ফেব্রুয়ারি) মধ্য রাতে উপজেলার ঘুনধুম ইউনিয়নের গর্জনবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ২ রোহিঙ্গা ইয়াবা কারবারির লাশ বর্তমানে কক্সবাজার উখিয়া থানায় নিয়ে যাওয়া হয়েছে।

আরো পড়ুন : হাটহাজারীতে করোনা টিকা কার্যক্রমের উদ্বোধন করলেন ব্যারিস্টার আনিস
আরো পড়ুন : তুষারধসে ভারতে নিহত ১০, নিখোঁজ দেড়শতাধিক

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন সীমান্তের গর্জনবুনিয়া এলাকায় ইয়াবা কারবারিরা জল হওয়ার খবর পেয়ে সেখানে বিজিবি’র অভিযান চালালে উভয়ের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই দুই রোহিঙ্গা ইয়াবা কারবারি গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

উল্লেখ্য এ বছরের পহেলা জানুয়ারি থেকে সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে এ পর্যন্ত প্রায় সাড়ে চার লক্ষ পিস ইয়াবা উদ্ধার ও ৫৫ জনকে আটক করে করেছে বিজিবি।