
চট্টগ্রাম : বিশ্ব ভালবাসা দিবসে মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জামালখান ওয়ার্ড নবনির্বাচিত কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
রোববার (১৪ ফেব্রুয়ারি) নগরীর চেরাগী পাহাড় মোড় এলাকায় ব্যতিক্রমি এ মিষ্টি বিতরণের উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগি সম্পাদক বিশিষ্ট কবি ও সাহিত্যিক রাশেদ রউফ।
আরো পড়ুন : সন্ত্রাস, খুন-খারাবিমুক্ত নির্মল চট্টগ্রাম চাই : নওফেল
আরো পড়ুন : শহীদ জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত কুরুচিপূর্ণ
এসময় রাশেদ রউফ বলেন, কাউন্সিলর শৈবাল দাশের প্রতিটি কর্মসূচিই নান্দনিক। যে নান্দনিকতায় তিনি সাজিয়েছেন জামালখান ওয়ার্ডকে।
এসময় কাউন্সিলর শৈবাল দাশ সুমন বলেন, মেহনতি মানুষদের মিষ্টি মুখ করে দিবসটি উদযাপন করেছি। তাদের কষ্টের ভাগিদার হতে পেরে ভালবাসার স্বার্থকতা খুঁজে পেলাম।