পটিয়ায় নির্বাচনী সহিংসতায় মৃত্যু : কাউন্সিলর গ্রেফতার

নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামাল

চট্টগ্রাম : পটিয়া পৌরসভা নির্বাচনে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক ব্যক্তি মৃত্যুর ঘটনায় নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামালকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত কাউন্সিলর প্রার্থী আবদুল মান্নান এবং নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামালের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আবদুল মান্নানের ভাই আবদুল মাবুদ মারা যান।

আরো পড়ুন : তালিকায় বন্দী প্রধানমন্ত্রীর উপহার ঘর
আরো পড়ুন : দেশের উপকারে পদত্যাগ করতেও প্রস্তুত মাহবুব তালুকদার

ওই ঘটনায় রোববার দুপুরেই সরওয়ার কামালকে আটক করে পুলিশ। রাতে আবদুল মান্নান বাদি হয়ে সরওয়ার কামালসহ সাত জনের নাম উল্লেখ করে পটিয়া থানায় মামলা দায়ের করেন। পরে এই মামলাতেই সরওয়ার কামালকে গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, সাত জনের নাম উল্লেখ করে মামলা করেছেন নিহত ব্যক্তির ভাই আবদুল মান্নান। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে মামলার প্রধান আসামি নবনির্বাচিত কাউন্সিলর সরওয়ার কামালকে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে। তবে এখনও আর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের গ্রেফতার করতে অভিযান চলছে।

শেয়ার করুন