ব্যাংকিং খাতে দক্ষতার পরিচয় দিয়ে দেশকে সমৃদ্ধ করতে হবে

রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় প্রধান (জিএম) মো. ওয়াহীদুল ইসলামকে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কমিটি হস্তান্তর করছেন নেতৃবৃন্দ।

চট্টগ্রাম : রূপালী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম বিভাগীয় প্রধান (জিএম) মো. ওয়াহীদুল ইসলাম বলেছেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে নিজেদেরকে ব্যাংকিং ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে তুলতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সামাজিক সূচকে বাংলাদেশের অগ্রগতি এখন অনেক দেশের জন্যই উদাহরণ। দেশকে এগিয়ে নেয়ার পেছনে ব্যাংকার, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সর্বস্তরের পেশাজীবী এবং শ্রমিকসহ সর্বসাধারণের অবদান রয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারী) রূপালী টাওয়ারে অবস্থিত বিভাগীয় কার্যালয় অফিসে অনুষ্ঠিত রূপালী ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভার শুরুতে পরিষদের সকল কর্মকর্তা-সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরো পড়ুন : আল-জাজিরার রিপোর্ট নিছক ব্যক্তিগত আক্রোশ : নাছির
আরো পড়ুন : সহকারী কমিশনার কার্যালয়ে চুরির সাথে জড়িত আটক ২

পরিচিতি সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক লিমিটেড জোনাল অফিস চট্টগ্রাম পূর্ব জোনের ডিজিএম বেগম কামরুন নাহার, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ডিজিএম এস এম বুরহান উদ্দিন, ও.আর নিজাম রোড কর্পোরেট শাখার ডিজিএম মো. নিজাম উদ্দিন, রূপালী ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আবু শাঈদ মাহমুদ রনী, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, সহ-সভাপতি রাশেদ জাহান, যুগ্ম সম্পাদক মো. মামুন, সাংগঠনিক সম্পাদক রুবেল কুমার দাস, কোষাধ্যক্ষ সবুজ দাস, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, প্রচার সম্পাদক মোঃ নূর হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শুভাশীষ দাস, ভ্রমণ ও আপ্যায়ন সম্পাদক তানসেন চক্রবর্তী, সাংস্কৃতিক সম্পাদক নিশিতা চৌধুরী বড়ুয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক মুহিউদ্দিন মোহাম্মদ ফারুক, অমিত চৌধুরী, প্রণব চন্দ্র দাস, অমিতাভ বড়ুয়া, শেলী আক্তার প্রমূখ।

পরিচিতি সভার পূর্বে রূপালী ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তববক অর্পণ করেন।

শেয়ার করুন