ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার চেষ্টা : একজনকে ১৫ দিনের কারাদন্ড

ব্যাটারিচালিত রিক্সা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চট্টগ্রাম (হাটহাজারী) : ভ্রাম্যমাণ আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপর হামলার চেষ্টা এবং সরকারি কাজে বাধা সৃষ্টির অপরাধে আজম (৩৫) নামে এক ব্যক্তিকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ। দণ্ডিত ব্যক্তি হাটহাজারী পৌর এলাকা পূর্ব দেওয়ান নগর নাজিরপাড়া আবদুস সামাদের ছেলে।

আরো পড়ুন : উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রামের প্রথম বাইপাস সড়ক
আরো পড়ুন : গাজীপুরে লুকিং গ্লাস ভেঙে ফেলায় বাসচালককে পিটিয়ে হত্যা

শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে ব্যাটারিচালিত রিক্সা নিয়ন্ত্রণে অভিযানের সময় হাটহাজারী পৌরসভার কবির চেয়ারম্যান ঘাটা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ৪টি গ্যারেজ থেকে ৫৯টি ব্যাটারি, ৪৯ টি চার্জার জব্দ করে আদালত।

ভ্রাম্যমাণ আদালতের উপর হামলার চেষ্টাকারী (লাল গোল চিহ্নিত) আজম।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, নির্বাহী অফিসার রুহুল আমিনের নির্দেশনায় থানা ও পৌরসভার সহযোগিতায় ব্যাটারিচালিত রিক্সা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে আজম নামের এক ব্যক্তি আদালতের উপর হামলার চেষ্টা করে, সরকারি কাজে ব্যাপক বাধা সৃষ্টি করে। এ অপরাধে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসাথে ব্যাটারি ও চার্জার জব্দ করা হয়।