বোয়ালখালীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

মো. সেকান্দর আলম বাবর

চট্টগ্রাম (বোয়ালখালী) : বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সেকান্দর আলম বাবরের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।

সাংবাদিক সেকান্দর আলম বাবর জানান, গত বৃহস্পতিবার দৈনিক পূর্বকোণ পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক শেখ শহীদুল ইসলাম এ হামলা করেছেন। কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এমপি গোল্ডকাপের সংবাদ সংগ্রহের জন্য গেলে শেখ শহীদুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে তেড়ে এসে এলোপাতাড়ি মারধর শুরু করেন। এসময় উপস্থিত লোকজন এগিয়ে এসে তার হাত থেকে ছাড়িয়ে নেন। এ ঘটনায় বোয়ালখালী প্রেসক্লাব নেতৃবৃন্দ ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় বোয়ালখালী প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এস এম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে নেতৃবৃন্দরা বলেন, এ হামলা স্বাধীন মত প্রকাশের জন্য হুমকী। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।

আরো পড়ুন : নিরাপদ সড়ক প্রতিষ্ঠা করা গেলে নিরাপদ জীবনও গড়া সম্ভব
আরো পড়ুন : উদ্বোধনের অপেক্ষায় চট্টগ্রামের প্রথম বাইপাস সড়ক

সভায় বক্তব্য রাখেন, বোয়ালখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মুজাহিদুল ইসলাম, সাবেক সভাপতি এম.এ মান্নান, মো. শাহীনুর কিবরিয়া মাসুদ, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, কাজী আয়েশা ফারজানা, সহ-সভাপতি রাজু দে, অর্থ সম্পাদক দেবাশীষ বড়ুয়া রাজু, সহ-সম্পাদক পূজন সেন প্রমুখ।

প্রসঙ্গত: বোয়ালখালী উপজেলা সদরের একটি মাধ্যমিক স্কুল বিরোধীয় জায়গায় সামীনা প্রাচীর নির্মাণের দুর্বৃত্তায়ন বিষয়ে চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পূর্বকোণ পত্রিকায় গত বৃহস্পতিবার সংবাদ প্রকাশ করে। এর আগেরদিন বুধবার সীমানা প্রাচীর নির্মাণের প্রাক্কালে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। স্কুলের পক্ষে সংঘর্ষে পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ শহীদুল ইসলাম নেতৃত্ব দেন বলে অভিযোগ রয়েছে।

শেয়ার করুন