বিআরটিএ’র তিন দালালকে ভ্রাম্যমান আদালতে দন্ড

ভাম্যমাণ আদালতের অভিযানে আটক বিআরটিএ তিন দালালকে দন্ড

চট্টগ্রাম : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) চট্টগ্রামের নতুন পাড়া এলাকার বিভাগীয় কার্যালয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে ৩ দালালকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। পরে তাদের একজনকে পনর দিনের জেল এবং অপর দুইজনকে ৫ হাজার টাকা করে অর্থ দন্ড দেয়া হয়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের আটক করা হয়।

আরো পড়ুন : ‘প্রয়োজনে বলি ম্যাজিস্ট্রেটের দাম কত’
আরো পড়ুন : সিটি মেয়রের সাথে ইঞ্জিনিয়ার মোশাররফের সৌজন্য সাক্ষাৎ

আটককৃরা হলেন মো. আবদুল্লাহ মিন্টু, মো. রবিউল হোসাইন এবং মো. গালিব। এর মধ্যে মিন্টুকে জেল এবং রবিউল ও গালিবকে জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম বলেন, ছদ্মবেশে বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে তিনজন দালালকে হাতেনাতে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ১৫ দিনের কারাদণ্ড এবং বাকি দুইজনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন