ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ভবিবল লীগ আসর

ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ভবিবল লীগ আসর

খাগড়াছড়ি : বঙ্গবন্ধু ভবিবল লীগ জেলা আসরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে খাগড়াছড়ি স্টেডিয়ামে বাংলাদেশ ভবিবল ফেডারেশন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ভবিবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

আরো পড়ুন : যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই
আরো পড়ুন : হালদায় বালু উত্তোলনের দায়ে ১২ নৌকার ইঞ্জিন ধ্বংস

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ), অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, পাজেপ সদস্য মেমং মারমা এবং খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।

ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ভবিবল লীগ আসর

বক্তারা ক্রীড়াঙ্গনমুখী করতে খেলাধুলার পাশাপাশি খেলোয়াড়দের জন্য কর্মসংস্থানে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

উদ্বোধনী খেলায় মারমা যুব কল্যাণ সংঘ ২-০ সেটে ফ্রেন্ডস ৯৮ মহাজন পাড়া ক্লাবকে হারায়। এই আসরে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে।