চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বিবৃতি
অস্বচ্ছতার বাস্তব চিত্র নগরজুড়ে জলাবদ্ধতা ও যানজট

মহানগরীর জলাবদ্ধতায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের উদ্বেগ

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান। ফাইল ছবি

চট্টগ্রাম : নগরজুড়ে তীব্র যানজটের সাথে যুক্ত হয়েছে জলাবদ্ধতা।  দুইটি সমস্যাই ষাট লাখ নগরবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। সংশ্লিষ্ট প্রশাসন পরিকল্পনা গ্রহণ করার কথা বললেও দীর্ঘ তিরিশ বছরে তার ছিটেফোটাও পরিলক্ষিত হয়নি। ফলে সাম্প্রতিক সময়ের বর্ষণের ফলে গোটা চট্টগ্রাম শহরে ভয়াবহ জলবদ্ধতা সৃষ্টি হয়।  রাস্তাঘাট, ব্যবসা-বাণিজ্য, ঘর-বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। যানজটের মতোই আর একটি সমস্যা যেন নিয়মিত হয়ে দেখা দিচ্ছে জলাবদ্ধতা।

রবিবার (৩০ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান নগরীর জলাবদ্ধতা ও যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করে এসব কথা বলেন।

তিনি বলেন, নগরজুড়ে যানজটের কারনে এমনিতেই নগরবাসী অতিষ্ঠ, সেখানে জলবদ্ধতা জীবনযাত্রাকে আরও দুর্বিসহ করে তুলেছে।  স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের যাতায়াত, অফিস আদালত ও কর্মক্ষেত্র যাতায়াতসহ সর্বক্ষেত্রে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়। সীমাহীন কষ্ট ভোগ করে নগরবাসী।

বিবৃতিতে মেট্রোপলিটন চেম্বার সভাপতি বলেন, শহরের প্রায় সর্বত্র, বুক সমান পানির স্রোতে সব ভেসে যাওয়ার অবস্থা।  কোথাও কোথাও নৌকা চলতে দেখা যায়।  জনৈক গবেষক-পরিকল্পনাবিদ এর মতে জলাবদ্ধতা ও যানজট সীমাহীন অস্বচ্ছতার বাস্তব চিত্র মাত্র।  নানা মুখী উন্নয়ন হলেও নগরবাসী তার সুবিধাভোগী হতে পারছে না।  পানি বন্দী ভূক্তভোগী মানুষের দু:খ দুর্দশা ক্রমান্বয়ে বাড়ছে।

জলবদ্ধতার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, প্রতিবছর নগরীর নালা ও নর্দমা থেকে মাটি উত্তোলন করা হলেও, পানি নিষ্কাশনের জন্য নির্মিত নালা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।  বিগত ৩০ বছরেও জলবদ্ধতা নিরসনে উদ্যোগ গ্রহণ প্রয়োজনের তুলনায় যথেষ্ট হয়নি।  নানা ধরনের পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। যা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়িত হলে সমস্যা কমবে।  যত্রতত্র নালা- নর্দমা দখল, অবৈধ ভাবে নানা স্থাপনা তৈরী, দখলদারীত্ব ইত্যাদির ফলে পানি বের হবার স্বাভাবিক পথ প্রায় বাধাগ্রস্থ।

এমতাবস্থায় এই জলবদ্ধতার অভিশাপ থেকে নগরবাসীকে বাঁচাতে হলে সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদদের মতামত সমন্বয়ের মাধ্যমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং নিয়মিত নালা নর্দমাগুলো পরিষ্কারের ব্যবস্থা অব্যাহত রাখা হলে এ সমস্যার সমাধান বহুলাংশে সম্ভব বলে নগরবাসী মনে করে।  গত কয়েক দিনের জলবদ্ধতার কারনে খাতুনগঞ্জ, চাকতাইসহ ব্যবসায়ী মহল ও নগরবাসীর যে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে তা যেন আগামীতে না হয়।  সেজন্য এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।  অন্যথায় আসন্ন বর্ষা মৌসুমে অবস্থা আরও ভয়াবহ হতে পারে।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সভাপতি খলিলুর রহমান মনে করেন যে, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে সরকারের উপরের মহলের নজরে এনে প্রয়োজনীয় বরাদ্দ আদায়ের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট সকলের যৌথ উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবী।

শেয়ার করুন