শিক্ষা প্রতিষ্ঠানসহ চাকরি জাতীয়করণের দাবি
লাগাতার অবস্থান ধর্মঘটের হুমকি ইবতেদায়ী শিক্ষকদের

ঢাকা : শিক্ষা প্রতিষ্ঠানসহ চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়ন করা না হলে লাগাতার অবস্থান ধর্মঘটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতি।

রোববার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে চতুর্থ দিনের অবস্থান ধর্মঘট চলাকালে সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মোখলেছুর রহমান এ কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, জাতীয়করণের দাবিতে লাগাতার ধর্মঘটসহ ২ মে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।

কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, ১৯৯৪ সালে এক পরিপত্রের মাধ্যমে রেজিস্টার্ড বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয়। তবে ইবতেদায়ী শিক্ষকদের বেতন-ভাতা দেয়া হচ্ছে না। এছাড়া ২০১৩ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার একযোগে দেশের ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করলেও ইবতেদায়ী মাদরাসাকে অন্তর্ভুক্ত করা হয়নি।

বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সমিতির উপদেষ্টা সাগর আহমেদ শাহীন, মহাসচিব কাজী মোখলেছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু মূসা ভূঁইয়া প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন