অলি আহমদের জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

অলি আহমদের জন্মদিনে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি এবং সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার (১৩ মার্চ) ই-মেইলে কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমকে ৮৩ তম জন্মদিনে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী।

১৯৩৯ সালের ১৩ মার্চ তার জন্ম হয়। অলি আহমেদের পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশে। তার বাবার নাম আমানত ছাফা এবং মায়ের নাম বদরুননেছা। তার স্ত্রীর নাম মমতাজ বেগম। তিনি দুই কন্যা সন্তানের জনক অলি।

আরো পড়ুন : ট্রাভেল ব্যবসায়ী নিখোঁজ, থানায় জিডি
আরো পড়ুন : খালেদা জিয়ার এত বিদেশ-প্রীতি কেন, প্রশ্ন তথ্যমন্ত্রীর

অলি আহমেদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে আমিও ভারতের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করিছি। তিনি বলেন, আজকের এই দিনটিতে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার চাওয়া যে জন্য মুক্তিযুদ্ধ করেছি স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছি, সেই মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ও ভোটাধিকার জনগণ ফিরে পাক। প্রতিষ্ঠা পাক জনগণের সরকার। দেশে ফিরে আসুক আইনের শাসন। দেশ হোক দুর্নীতি মুক্ত। নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তি কাজ করবে এই আশা করছি।