
বান্দরবান : “ করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বান্দরবানে নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর ১২টায় বান্দরবান সদরের অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে পরিচালিত আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্পের উদ্যোগে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন বান্দরবান সমাজ সেবা বিভাগের উপ-পরিচালক মিল্টন মুহুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আতিয়া চৌধুরী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কায়েসুর রহমান, অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর নির্বাহী পরিচালক ডনাই প্রু নেলী, বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাস্টার ট্রেইনার সুমিত বণিক, একেএস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর ম্যামিসিং মারমা, গ্রাউসের চেয়ারপারসন মংথুইচিং মারমা, গ্রাউস’র প্রজেক্ট কো-অর্ডিনেটর সবুজ চাকমা, তজিংডং এর প্রজেক্ট ডিরেক্টর মো. জিয়া উদ্দিন, একেএস’র এর প্রজেক্ট ডিরেক্টর দীনেন্দ্র ত্রিপুরা, প্রকল্প সমন্বয়কারী রমেশ চন্দ্র তঞ্চঙ্গ্যা, প্রকল্পের কর্মকতা-কর্মচারীরা এবং প্রকল্পের মেন্টর, কিশোরী, কারবারি, মায়েরদের প্রতিনিধিরা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন গ্রাউসের চেয়ারপার্সন মংথুইচিং মারমা।
ডনাই প্রু নেলী বলেন, বান্দরবানে অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে বান্দরবানে সুনামের সাথে বিভিন্ন প্রকল্পের কর্মকান্ড সম্পাদন করে যাচ্ছে। অনন্যা কল্যাণ সংগঠন (একেএস) এর প্রতিটি প্রকল্পে দক্ষ এবং যোগ্যতাসম্পন্ন কর্মকর্তারা চাকরী করছেন যাদের মাধ্যমে এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন তরান্বিত হচ্ছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, ‘বেগম রোকেয়ার মতো নারীরা প্রতিবাদী ও সংগ্রাম করেছিলেন বলেই আমরা নারীরা আজকের এই অবস্থানে আসতে পেরেছি। সমাজে নারী নির্যাতনের চিত্রটাকে পাল্টে দিতে হবে। এজন্য মানসিকতার পরিবর্তন খুব জরুরী। সমাজে নারীর প্রতি বিকৃত মানসিকতার পরিচয় যা আমরা প্রত্যক্ষ করছি, সেটা খুবই হতাশার।
এজন্য সামাজিক ও মানসিক পরিবর্তন দরকার। এক্ষেত্রে সকল শ্রেণী পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীলভাবে এগিয়ে আসতে হবে। নারীর প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে, এজন্য সকলকে একসাথে কাজ করার বিকল্প নেই।