‘মোবাইল থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে’

বক্তব্য রাখছেন ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা

চট্টগ্রাম : বর্তমানে খেলার নামে, স্মার্টনেসের নামে কিংবা আবদারে শিক্ষার্থীদের হাতে অভিভাবকরা যেভাবে স্মার্ট ফোন তুলে দিচ্ছে তা খুবই ভুল একটি কাজ। এর দ্বারা শিক্ষার্থীরা ভালোর দিকে নয় বরং খারাপের দিকে যাচ্ছে। একটু চোখ-কান খোলা রাখলেই তার সত্যতা পাওয়া যাবে। আমরা বিশ্ববিদ্যালয় অধ্যয়নকালে একটি মোবাইল পাইনি। অধ্যয়নের পাশাপাশি ঘরের কাজ করেছি। বাবা মাকে কাজে সাহায্য করেছি। বাজার করেছি। কিন্তু বর্তমানে কোন কাজটি করছে তারা। সারাক্ষণ মোবাইল নিয়ে সময় কাটাচ্ছে। তাই অভিভাবকদের এ ব্যাপারে সচেতন হতে হবে শিক্ষার্থীদের পুস্তক পাঠদানের পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

বৃহস্পতিবার (২৫ মার্চ) হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের এনায়েতপুর মুঈনিয়া আহমদিয়া দাখিল মাদরাসার বার্ষিক সভার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা এসব কথা বলেন।

মাদ্রাসার সুপার মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, আমরা নিজের দেশে অতিরিক্ত আত্ম-অহংকারের কারণে অনেক কাজ করি না কিন্তু প্রবাসে গিয়ে সব করতে পারি। আমরা যদি আত্ম অহংকার, পর সমালোচনাকে দুরে ঠেলে কৃষিসহ যে কোন কাজ করি তাহলে আমরা হয়ে উঠতে পারি একেকজন বড় বড় ব্যবসায়ী। প্রবাসে গিয়ে জুতা পলিশ, ঘরের কাজ, ঝাড়ুদার কিংবা মেতরের মত কাজ করতে হবেনা। তাই নিজের কাজ নিজেরাই করব এ মনোভাবটি জাগাতে হবে সবার মাঝে।

মাওলানা আইয়ুব আলি, নেজামুর রহমানের যৌথ সঞ্চালনায় সভায় শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন হেফজ বিভাগের শিক্ষার্থী কাইয়ুম উজ জামান। নাতে রসুল (দঃ) দশম শ্রেণীর শিক্ষার্থী
নুর উদ্দিন।

সভায় বিশেষ অতিথি ছিলেন, ধলইয়ের সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ, স্থানীয় ইউপি সদস্যা জয়নাব আক্তার মুন্নি, মেখল ইউনিয়নের খুরশিদা বেগম, মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ ছালেহ আহম্মদ আনছারী, সেক্রেটারী মোঃ আবুল হাশেম, মোহাম্মদ মহি উদ্দিন ইরফান প্রমূখ।

অধিবেশন শেষে মাদ্রাসা শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন প্রধান অতিথি।