
চট্টগ্রাম (হাটহাজারী) : ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন ১নং দক্ষিণ পাহাড়তলি এলাকার মো. আমিনুল হকের পুত্র মো. দিদারুল আলম (৩৫) ও ফতেপুর এলাকার মো. আব্দু্ল জব্বারের পুত্র মোঃ মিজান(২৮)।
বুধবার (৩১ মার্চ) র্যাব-৭ (সিপিসি-২) হাটহাজারী ক্যাম্পের একটি টিম মদনহাট এলাকার ইসলামিয়াহাট থেকে তাদের আটক করে।
আরো পড়ুন : ব্রাজিলে পদত্যাগ করলেন ৩ বাহিনী প্রধান
আরো পড়ুন : রাঙামাটিতে পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
এসময় তাদের কাছ থেকে ১হাজার ৭৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়। একইসাথে নগদ ৩হাজার ৪২০টাকা, দুটি মোবাইল ফোন ও দুটি সিম জব্দ করা হয়। র্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে থানায় সোপর্দ করেছে বলে নিশ্চিত করেন থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা।