খাঁটি দেশী আঁখের চিনির নামে প্রতারণা করছে কেয়া

হাটহাজারী : খাঁটি দেশী আঁখের চিনি নামে রং মিশ্রিত সাদা চিনি দিয়ে প্রতারণা করছে কেয়া কনজুমার ব্র্যান্ড।

বৃহস্পতিবার (১ এপ্রিল) হাটহাজারী পৌর সদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ভোক্তাদের নিকট বিক্রয়কালে ১২০ প্যাকেট রং মিশ্রিত চিনি জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। তবে প্রস্তুতকারক কোম্পানি হাটহাজারীর বাইরের তাই কাউকে জরিমানা করা হয়নি। প্যাকেটজাত পণ্য দোকানি শহর থেকে কিনে এনেছেন। আদালত পরিচালনা করেন নির্বাহী অফিসার রুহুল আমিন।

জানা গেছে, এক ভোক্তা উপজেলা নির্বাহী অফিসারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঐ চিনির বিষয়ে সন্দেহ প্রকাশ করলে ইউএনও পৌরসদরের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে এর সত্যতা পায়। অভিযানকালে মিলের আসল ব্রাউন চিনি এবং কেয়া ব্রান্ডের ব্রাউন চিনি দুইটা গ্লাসের পানিতে মিশ্রিত করে দেখানো হয়। দেখা যায়, প্রকৃত চিনির শরবত স্বাভাবিক সাদা কালার হলেও রং মিশ্রিত চিনির শরবত হলদেটে কালার ধারন করে। জব্দকৃত চিনির বাজার মূল্য ১০ হাজার টাকার বেশি। সাধারণ এক কেজি চিনি ৬০ থেকে ৬৩ টাকায় বিক্রি হলেও দেশী আঁখের চিনি নাম দিয়ে এ চিনি বিক্রয় হচ্ছে ৯০ টাকায়। ভোক্তাদের আরো সচেতন হয়ে পণ্য কেনার পরামর্শ দিয়েছেন নির্বাহী অফিসার।