প্রেমঘটিত বিষয়ে ঝগড়া, কিশোরীর আত্মহত্যা

আত্মহত্যা
আত্মহত্যা

চট্টগ্রাম : নগরের এনায়েত বাজার গোয়ালপাড়ায় পরিবারের সঙ্গে ঝগড়া করে রোজিনা আক্তার (১৭) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। রোজিনা ওই এলাকার মো. হানিফের মেয়ে।

পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, “প্রেমঘটিত বিষয় নিয়ে মা-বাবার সঙ্গে রোজিনার ঝগড়া হয়। এক পর্যায়ে পরিবারের অজান্তে টিনশেড বাসায় বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে জানতে পেরেছি। দুপুর ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

শেয়ার করুন