সাংবাদিক শিমুল হত্যায় মেয়র মিরুসহ অভিযুক্ত ৩৮ জন

দৈনিক সমকাল পত্রিকার সিরাজগঞ্জের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম ওরফে শিমুল হত্যা মামলায় পৌরসভার মেয়র হালিমুল হক ওরফে মিরুসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে।

মঙ্গলবার (২ মে) বিকালে মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম শাহজাদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র দাখিল করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সাংবাদিক আব্দুল হাকিমের স্ত্রী নুরুন্নাহার বেগম বাদি হয়ে পৌর মেয়রসহ ১৮জনের নাম লিখিত অজ্ঞাত আরও ২৫/৩০জন উল্লেখ করে গত ৪ ফেব্রুয়ারী শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করে। তদন্তকালে এই ঘটনার বিভিন্ন মুঠোফোনের ধারণকৃত ফুটেজ পর্যবেক্ষণ করে আরও ২০জনকে সনাক্ত করা হয়। অভিযোগভুক্ত ১৩জন আসামী জেল হাজতে রয়েছে।

অভিযোগপত্রে প্রধান আসামী শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক ওরফে মিরু, তার ছোট ভাই হাবিবুল হক ওরফে মিন্টু, সাবেক আওয়ামীলীগ নেতা কে এম নাসির উদ্দিনসহ মোট ৩৮জনকে আসামী করা হয়েছে।

এ দিকে শিমুল হত্যা মামলার আসামীদের ফাঁসি, মামলা দ্রুত বিচার আদালতে স্থানান্তর, অবৈধ অস্ত্র উদ্ধার, অন্যান্য আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবীতে মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ১০টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কর্মসূচী চলাকালীন বক্তব্য রাখেন, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুণ্ডু, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান, সমকালের আমিনুল ইসলাম খান রানা, গোলাম মোস্তফা রুবেল প্রমুখ।

শেয়ার করুন