সীতাকুণ্ড ছাত্রলীগের জরুরি টেলিমেডিসিন সার্ভিস চালু

দেশে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দিতে হিমশিম খাচ্ছেন। দেশের এই ক্রান্তিকালে ঘরে বসে নেই সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ।

এক জরুরি বার্তায় সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন তার ফেসবুকে জানিয়েছেন, উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ২৪ ঘন্টা জরুরি টেলিমেডিসিন সার্ভিস চালু করা হয়েছে।

শিহাব উদ্দীন বলেন, সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগ সবসময় সাধারন মানুষের পাশে আছে, থাকবে।

এদিকে বুধবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় এক ভার্চুয়াল মিটিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উদ্বেগ প্রকাশ করে বলেন করোনার এই সংক্রমণ পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

দেশের ইতিহাসে আজও করোনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা সর্বোচ্চ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এ সময়ে করোনা ধরা পড়েছে ৭ হাজার ৬৬২ জনের শরীরে।