

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ২৭টি মামলার আসামি দিদারুল আলম মাসুম ওরফে আবু তাহের মাসুমকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১০ এপ্রিল) সিএমপির কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার নোবেল চাকমা এ তথ্য জানান।
গ্রেফতার দিদারুল আলম মাসুম নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজারের বাটালী রোড এলাকার আবুল বশরের ছেলে।
সহকারী কমিশনার নোবেল চাকমা বলেন, শুক্রবার দিবাগত রাতে নগরের কোতোয়ালী থানাধীন মহিমদাশ রোড এলাকায় অভিযান চালিয়ে দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার মাসুমের বিরুদ্ধে বিভিন্ন থানায় ২৭টি মামলা রয়েছে। সে সিএমপির তালিকাভুক্ত সন্ত্রাসী।














