চট্টগ্রামে পুলিশের ব্লক রেইড
বরিশাল কলোনীর মাটি খুঁড়ে ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার

চট্টগ্রাম : মহানগরীর সদরঘাটে বরিশাল কলোনী এলাকায় ‘ব্লক রেইড’ অভিযানে মাটি খুঁড়ে ১১ বস্তায় দুই হাজার ৩শ’ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ মে) ভোর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত চট্টগ্রামের ‘মাদকের আখড়া’ হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে অভিযান পরিচালনা করে এসব মাদক জব্ধ করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) শাহ মোঃ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর রাত ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত প্রায় শতাধিক পুলিশ মাদকের আখড়া হিসেবে পরিচিত বরিশাল কলোনি ঘিরে অভিযান চালায়।  এসময় কলোনির একটি স্থানের মাটি খুঁড়ে বড় বড় ড্রামে রাখা ১১ বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়।

১১ বস্তায় প্রায় ২ হাজার তিনশ’ ছয়টি ফেনসিডিলের বোতল রয়েছে।  তবে এসময় কাউকে আটক করা যায়নি।

আবদুর রউফ বলেন, নগরীর বরিশাল কলোনিতে বস্তি গড়ে উঠেছে।  এই স্থানটি এখন মাদকের আখড়ায় পরিণত হয়েছে। এখানে মাদকবিরোধী অভিযানে এসে বেশ কয়েকবার পুলিশ বাধার সম্মুখিন হয়েছে। এমনকি পুলিশের ওপর হামলাও হয়েছে।

তাই গোপন সংবাদের ভিত্তিতে আজ বিপুল সংখ্যক পুলিশ নিয়ে কলোনিটিতে ‘ব্লক রেইড’ অভিযান পরিচালনা করা হয়। বললেন আবদুর রউফ।

শেয়ার করুন