
বান্দরবান : নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম ক্যাথোয়াই পাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার গৃহহীনদের ঘর নির্মাণে কোন ধরণের অনিয়মের সত্যতা পাননি বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
সোমবার (১২ এপ্রিল) দুপুরে দীর্ঘ তদন্তশেষে ইউএনও সাদিয়া আফরিন কচি জানান-ক্যাথোয়াই পাড়ার কিছু ঘরের বিষয়ে অভিযোগ ছিলো। তখন সরেজমিনে তদন্তে গেলে বক্তব্যে উঠে আসে থোয়াইমং চিং নামের এক ব্যাক্তি যার দোকান আছে, তাকে পাঁচ হাজার টাকা দিতে হয়েছে। সেই বক্তব্যের ভিডিও আছে। তবে পরবর্তীতে জানা গেল, সে যে পাঁচ হাজার টাকা নিয়েছিলো তা দোকানের পাওনা টাকা ছিলো। সেই টাকার সঙ্গে প্রধানমন্ত্রীর ঘরের কোন সম্পর্ক নেই। যারা ঘর পেয়েছে তাদের জনপ্রতি জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা জানালো ঘর নির্মাণের জন্য কাউকে টাকা দিতে হয়নি। থোয়াইমং চিং কে নোটিশ দিয়েছিলাম। তিনি তার তথ্য-প্রমাণ দেখিয়েছে। এ ব্যাপারে অপপ্রচারে কান না দেওয়ার অনুরোধ জানান ইউএনও।
আরো পড়ুন : দেশে একদিনে সর্বোচ্চ ৮৩ মৃত্যুর রেকর্ড
আরো পড়ুন : গণগ্রেফতার-হয়রানী বন্ধ করুন : বাবুনগরী
বাইশারী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি তাহের মোর্শেদ জানান- বাইশারীর সম্মানিত জনপ্রিয় চেয়ারম্যান মোহাম্মদ আলমকে রাজনৈতিকভাবে ঘায়েল করার জন্য উপকারভোগীদের দমক দিয়ে মিথ্যা ভিডিও তৈরী করে ফেসবুক এবং গণমাধ্যমে অপপ্রচার চালান দলের কিছু হাইব্রিড নেতা। যা আজ মিথ্যা হিসাবে প্রমানিত হলো। তারা মন্ত্রী বীর বাহাদুরের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিতর্ক সৃষ্টি করতে চান। ভবিষ্যতে তাদের দাত ভাঙা জবাব দেওয়া হবে।