[caption id="attachment_70537" align="aligncenter" width="720"]
আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার কক্সবাজারে[/caption]
কক্সবাজার : জেলার মহেশখালী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি লম্বা বন্দুক ও রামদা জব্দ করা হয়।
বুধবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার সোনাদিয়া দ্বীপ থেকে তাদের আটক করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ডাকাত দলটি দুপুরে সোনাদিয়ার ঝাউবন এলাকায় অবস্থান করার সময় স্থানীয় এক রাখাল দৃশ্যটি দেখে ফেলে। পরে ওই রাখাল লোকালয়ে এসে বিষয়টি জানালে গ্রামের লোকজনক গিয়ে তাদের আটক করে পুলিশে খবর দেয়।
আরো পড়ুন : স্থাপন করা হলো সিএমপি-বিদ্যানন্দ ফিল্ড হাসপাতাল
আরো পড়ুন : গল্প করতে করতে চুরি করে ওরা
পরে মহেশখালী থানা থেকে একদল পুলিশ সোনাদিয়া গিয়ে তাদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলো- মহেশখালীর শাপলাপুরের মিঠাছড়ি এলাকার নুরুল কবির (৩০), শওকত (২০), রবিউল হাসান (১৯), কালারমার ছড়ার আধারঘোনা এলাকার মোস্তফা কামাল প্র. মিসু (২২), রফিকুল হাসান (১৮) ও ধলঘাটার জিয়াবুল (২৪)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলছে বলে থানা সূত্রে জানানো হয়।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই বলেন, সোনাদিয়ায় বোট ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাতকে আটক করে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের একটি বন্দুকসহ আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদকঃ জিয়াউদ্দিন এম এনায়েতুল্লাহ্ হিরো
কপিরাইট - নয়াবাংলা কতৃক স্বর্বস্বত্ব সংরক্ষিত