করোনায় কর কমিশনার আলী আসগরের মৃত্যু

কমিশনার মো. আলী আসগর

ঢাকা: করোনায় আক্রান্ত হয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের কমিশনার মো. আলী আসগর মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন কর কমিশনার আলী আসগর।

আরো পড়ুন : হেফাজত নেতা কোরবান আলী গ্রেফতার
আরো পড়ুন : করোনায় আক্রান্ত আলমগীর

মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, এনবিআরের কর বিভাগের কমিশনার মো. আলী আসগর করোনায় আক্রান্ত হয়ে বিকাল ৫টা ১৯ মিনিটে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ত্রয়োদশ বিসিএসের কর ক্যাডারের একজন মেধাবি, দক্ষ ও চৌকষ কর্মকর্তা ছিলেন। কর আপিল জোন-৩ এ কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

কর কমিশনার আলী আসগরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিনিয়র সচিব, আইআরডি ও এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

শেয়ার করুন