মানুষের আস্থা রাখার জায়গা একমাত্র বিচার বিভাগ: এস কে সিনহা

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, ‘আমার সঙ্গে রাষ্ট্রের কোন বিরোধ নেই। আমি আইনের শাসন চাই। মানুষের আস্থা রাখার জায়গা একমাত্র বিচার বিভাগ।’

বুধবার (৩ মে) জয়পুরহাট আইনজীবী সমিতির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এসব কথা বলেন।

মামলা নিষ্পত্তিতে দেরি হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা কমতে থাকে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীরা বড় শক্তি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি কাজ করছি, সরকারও এ ব্যাপারে আন্তরিক। কিন্তু আইনজীবীদের মধ্যে রাজনীতি ঢুকেছে।’ বারে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

সরকারের কিছু কর্মকর্তার উদ্দেশে এস কে সিনহা বলেন, ‘এই যে প্রত্যেকটা সরকারে কিছু অতি উৎসাহী কর্মী, কিছু অতি উৎসাহী কর্মকর্তা-কর্মচারী, তাঁরা কিন্তু সরকারকে বিপথগামী করছে। সরকারকে ভুল পরামর্শ দিয়ে জনগণের স্বার্থের বিরোধিতা করছে, আইনের শাসনের বিরোধিতা, আইনের শাসনের পরিপন্থী সুপারিশ করছে।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বারের সভাপতি অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল পিপি। বারের সাধারণ সম্পাদক অ্যাড. শাহনুর আলম শাহীনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বারের সিনিয়র আইনজীবী খাজা জহুরুল হক, অ্যাড. মোমিন আহমেদ চৌধুরী জিপি।

শেয়ার করুন