রং-বেরং একতা সংঘের ভালোবাসার উপহার দরিদ্রের হাতে

রং-বেরং একতা সংঘের ভালোবাসার উপহার দরিদ্রের হাতে

চট্টগ্রাম (ফটিকছড়ি) : ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে পবিত্র রমাদান উপলক্ষে ভালবাসার ইফতার সামগ্রীর প্যাকেট তুলে দিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন পাইন্দং রং-বেরং একতা সংঘ।

মঙ্গলবার (২৭এপ্রিল) দুপুর ২ টায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও দরিদ্র ১১০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দিয়েছেন সংগঠনের সদস্যবৃন্দরা।

আরো পড়ুন : হুইপ সামশুলের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখবে আওয়ামী লীগ
আরো পড়ুন : করোনার লক্ষণ নিয়ে চালকের মৃত্যু, ২ বাড়ি লকডাউন

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফটিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. সালামত উল্লাহ চৌধুরী শাহিন। সম্মানিত অথিতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, হাইকোর্ট ও চট্রগ্রাম জজকোর্টের আইনজীবী এড. আহামদ কবির করিম,সাবেক ছাত্রনেতা হাসান মোহাম্মদ মহসিন চৌধুরী,সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ নাজিম উদ্দীন, আবুল খায়ের,নেজাম উদ্দীন,জসিম উদ্দীন,মোঃ পারভেজ প্রমুখ।

সংঘের সাধারণ সম্পাদক ইব্রাহিম মানিকের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন,রংবেরং একতা সংঘের অর্থ সম্পাদক আব্দুর রউফ।

ইফতার সামগ্রী বিতরনে যে সকল মানবতাবাদী মানুষ আর্থিক সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সংগঠনটির নেতৃবৃন্দরা।