উপ-পরিদর্শক ওছিম আটক ১২কেজি গাঁজাসহ

এসআই ওছিম উদ্দিন

পাবনা : মাদক নিয়ন্ত্রণে কঠোর দায়িত্ব পালন করার কথা ছিল পুলিশের। আর সেই পুলিশই ১২ কেজি গাঁজাসহ ধরা পুলিশের হাতে।

সোমবার ২৬ এপ্রিল বিকালে পাবনা সদর থানার উপ-পরির্শক (এসআই) ওছিম উদ্দিনকে আটক করেছে পাবনা পুলিশ সুপার। মঙ্গলবার বিকালে তাকে জেলহাজতে পাঠানো হয়।

বুধবার (২৮ এপ্রিল) ঘটনাটি মিডিয়াসহ সব মহলে জানাজানি হয়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো পড়ুন : করোনাকালেও ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চমেক হাসপাতালে
আরো পড়ুন : অপরিপক্ব সিদ্ধান্তে আজ যাত্রী শূন্য জাতীয় পতাকাবাহী বিমান : সুজন

পুলিশের নির্ভরযোগ্য সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানতে পারেন সদর থানার এসআই ওছিমের কাছে গাঁজা রয়েছে। তিনি সোমবার বিকালে সদর থানায় গিয়ে এসআই ওছিমের ব্যক্তিগত ক্যাবিনেট থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করেন। পরে তাকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জিন্নাত আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এছাড়াও অভিযুক্ত এসআই ওছিমের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মঙ্গলবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

জানা গেছে, এসআই ওছিমের বাড়ি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায়। তিনি কনস্টেবল হিসেবে পুলিশের চাকরিতে প্রবেশ করেন এবং পদোন্নতি পেয়ে পর্যায়ক্রমে এসআই হন।

শেয়ার করুন