সীতাকুণ্ডে উদ্ধার বিপন্ন শঙ্খিনী

সীতাকুণ্ডে উদ্ধার বিপন্ন শঙ্খিনী

চট্টগ্রাম (সীতাকুণ্ড) : উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকা থেকে পাচারের সময় বিপন্ন প্রজাতির শঙ্খিনী সাপ উদ্ধার করেছে দক্ষিণ মোল্লা পাড়া ফৌজদার হাট বিট কাম চেক ষ্টেশন কর্মকতারা।

বৃস্পতিবার (২৯ এপ্রিল) রাতে সাপটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা ইফতেখার আলম জানান, সোনাইছড়ি ইউনিয়নের ৭ নং ওয়াড শীতলপুর এলাকার দক্ষিণ মোল্লা পাড়া ফৌজদার হাট বিট কাম চেক ষ্টেশন, (কুমিরা রেঞ্জ,চট্টগ্রাম উত্তর বন বিভাগ) এর ষ্টেশন কর্মকতা মো. শাহান শাহ নওশাদের নেতৃত্বে রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে গায়েবি মসজিদ সংলগ্ন পাচারের উদ্দেশ্যে নেওয়া সময় বন কর্মকতাদের হাতে আটক হয়। এসময় বন কর্মকর্তাদের উপস্থিতি দেখে পাচারকারীরা সাপটি ফেলে পালিয়ে যায়। পরে কর্মকতারা শঙ্খিনী জীবন্ত পাসটি উদ্ধার করেন।

আরো পড়ুন : চসিকের আয়বর্ধক প্রকল্প পরিদর্শন করেছেন মেয়র রেজাউল
আরো পড়ুন : অনড় ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি, মানববন্ধনে শাস্তি দাবি

অবমুক্ত করার জন্য অক্ষত অবস্থায় শীতপুর বিট কর্মকতাকে বুঝিয়ে দেওয়া হয়।

বাংলাদেশের পরিবেশ উপযোগী অন্যতম সুন্দর সাপ শঙ্খিনী পার্বত্য এলাকায় বেশি দেখা যায় জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. ফরিদ আহসান বলেন, যে এলাকায় শঙ্খিনী থাকে অন্যান্য সাপ সাধারণত সেখানে থাকে না। কারণ কেউটে, গোখরো, কালাচসহ অন্যান্য বিষাক্ত সাপ এদের প্রিয় খাদ্য। তাই এদের ভয়ে অন্য সাপ পালিয়ে বেড়ায়। নিশাচর শঙ্খিনী ইঁদুরের গর্ত, ইটের স্তূপে কিংবা উইয়ের ঢিবিতে থাকতে পছন্দ করে।

তিনি আরও জানান, আইইউসিএন এর বিপন্নের তালিকায় থাকা শঙ্খিনী সাপ প্রাকৃতিকভাবেই পরিবেশে নিয়ন্ত্রকের ভূমিকা রাখে। মানুষ নির্বিচারে মেরে ফেলায় অন্যান্য সাপের মতো এই সাপও কমছে। তাছাড়া সাপের বাসস্থান বিপন্ন হচ্ছে দ্রুত।