সীতাকুণ্ডে প্রেমে ব্যর্থ সিএনজি চালকের আত্মহত্যা

ছবি প্রতীকী

হাকিম মোল্লা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ড পৌরসভাধীন উত্তর মহাদেবপুর এলাকায় প্রেমে ব্যর্থ হয়ে ক্ষোভে, দুঃখে ও হতাশায় মো. রাজু (২৫) নামে এক সিএনজি চালক রোববার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার পিতার নাম মৃত আব্দুল হাকিম।

রোববার (২ মে) সকাল ১০ টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

আরো পড়ুন : হাটহাজারীতে জাতীয় পুষ্টি সপ্তাহে এতিমদের মাঝে খাবার বিতরণ
আরো পড়ুন : সীতাকুণ্ডে কার চাপায় আনসার ভিডিপি কমান্ডারের মৃত্যু

স্থানীয় তরুণ সীতাকুণ্ড পৌরসভাধীন উত্তর মহাদেবপুর এলাকার কাদের ভূঁইয়া পাড়ায় রাজুর বসবাস। প্রেমে ব্যর্থ হয়ে ক্ষোভে, দুঃখে ও হতাশায় এই তরুণ বাসা থেকে বের হয়ে পার্শ্ববর্তী পাহাড়ের টিলায় চলে যায়। রোববার রাতে কোন এক সময় গাছের সঙ্গে ঝুলে গলায় গামছা প্যাঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

সীতাকুণ্ড থানার ওসি ( তদন্ত) সুমন বনিক আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সকাল ১০টায় এসআই নির্মলের নেতৃত্বে পুলিশ গিয়ে পাহাড়ের গাছের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। প্রেমে ব্যার্থ হয়ে আত্মহত্যার বিষয়টি আমার জানা নেই।